মামলা থেকে নিজেকে প্রত্যাহার করলেন গ্রিনলাইনের আইনজীবী

গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে প্রতিমাসে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি গ্রিনলাইন বাস কর্তৃপক্ষ।
এ কারণে আজ গ্রিনলাইনের আইনজীবী মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে আদালতে আহত রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিলে গ্রিনলাইন তাকে ৫ লাখ টাকা দেয়।
আর বাকি টাকা প্রতিমাসে ৫ লাখ করে দিতে বলেন আদালত। গত বছরের ২৮ এপ্রিল কথা কাটাকাটির জেরে প্রাইভেটকার চালক রাসেলকে বাসচাপা দেয়ে গ্রিনলাইনের একটি বাস। এতে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের।