বরিশালে বিমান আসছে এপ্রিল থেকে

বরিশালসহ অভ্যন্তরীর ৫টি রুটে ৬ এপ্রিল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু হচ্ছে।
বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বরিশাল ছাড়া অন্য রুটগুলো হলো কক্সবাজার, যশোর,রাজশাহী,সৈয়দপুর।
এরমধ্যে ঢাকা- বরিশাল রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। ৭৪ আসনের এই ফ্লাইট পরিচালনা করবে ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ।