বরিশালে ৫ নারীকে জয়িতা সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৪ উপলক্ষে বরিশালের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
এরা হলেন,অর্থনৈতিক সাফল্যের কারণে গৌরনদীর সীমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মেহেন্দীগঞ্জের লিপিকা সাহা, সফল জননী হিসেবে মেহেন্দীগঞ্জের আলেয়া বেগম, নির্যাতনের স্মৃতি ভুলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় বরিশাল সদরের ফিরোজা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল সদর উপজেলার হোসনা হেনা মিনু।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর তাদের এ সম্মাননা দেয়।
মঙ্গলবার দুপুর ১২টায় নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.শহিদুল আলম।